সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা- ২য় পর্ব

সাধারণ জ্ঞান September 20, 2016 1,342
সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা- ২য় পর্ব

রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তকে মানবদেহের জ্বালানিও বলা হয়। গুরুত্বপূর্ণ এই উপাদানটির অনেক কিছুই আমাদের অজানা। তাই মানবদেহে রক্তের ভূমিকা নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-


১. প্রশ্ন : মানবদেহে মোট ওজনের কতভাগ রক্ত?

উত্তর : ৮%।


২. প্রশ্ন : একটি হৃদস্পন্দন সম্পন্ন হতে কত সময় লাগে?

উত্তর : ০.৮ সেকেন্ড।


৩. প্রশ্ন : রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে রক্তরস (plasma) বলে।


৪. প্রশ্ন : রক্তকণিকা ব্যতীত রক্তের বাকি অংশ কী?

উত্তর : রক্তরস।


৫. প্রশ্ন : রক্তের প্রধান উপাদান কয়টি?

উত্তর : দুইটি।


৬. প্রশ্ন : রক্তের প্রধান উপাদান কী কী?

উত্তর : অজৈব পদার্থ ও জৈব পদার্থ।


৭. প্রশ্ন : রক্তরসে কয় ধরনের অজৈব পদার্থ দেখা যায়?

উত্তর : ৪ ধরনের।


৮. প্রশ্ন : রক্তে কতভাগ তরল পানি থাকে?

উত্তর : ৯১%-৯২%।


৯. প্রশ্ন : রক্তে কতভাগ জড় পদার্থ থাকে?

উত্তর : ৯%।


১০. প্রশ্ন : রক্তে কতভাগ গ্যাসীয় ও খনিজ পদার্থ থাকে?

উত্তর : ০.৯%।


১১. প্রশ্ন : রক্তরসে কতভাগ জৈব পদার্থ থাকে?

উত্তর : ৭.১%-৮.১%।


১২. প্রশ্ন : রক্তে কী পরিমাণ প্লাজমা প্রোটিন থাকে?

উত্তর : গড়ে ৬-৮ গ্রাম/ডেসি লিটার।


১৩. প্রশ্ন : রক্তরসে জৈব পদার্থের কাজ কী?

উত্তর : পাচিত খাদ্যবস্তু, হরমোন, উৎসেচক ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করা।


১৪. প্রশ্ন : রক্তরসে প্রোটিনের পরিমাণ কী কাজ করে?

উত্তর : রক্তের ঘনত্ব, তারল্য, প্রবাহধর্ম বজায় রাখে এবং পানির অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে।


১৫. প্রশ্ন : রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কে?

উত্তর : রক্তরসের জৈব পদার্থ।


১৬. প্রশ্ন : রক্তরসে জৈব পদার্থ কী ধারণ করে?

উত্তর : অ্যান্টিবডি, কম্প্লিমেন্টস ইত্যাদি প্রাথমিক রোগ প্রতিরোধ উপকরণ ধারণ করে।


১৭. প্রশ্ন : মানব রক্তরসে কতটি কম্প্লিমেন্ট থাকে?

উত্তর : ২০টির বেশি।


১৮. প্রশ্ন : মানব রক্তরসের প্রোটিন এবং অন্যান্য উপাদান কী কী?

উত্তর : অ্যালবুমিন, গ্লোব্যুলিন, প্রতঞ্চক ও প্রতিতঞ্চক, ফাইব্রোনেক্টিন ও ভিট্রোনেক্টিন, কম্প্লিমেন্টস, সিআরপি, ট্রান্সফেরিন, ট্রান্সথাইরেটিন, সেরুলোপ্লাজমিন, হ্যাপ্টোগ্লোবিন, হিমোপেক্সিন, সাইটোকাইন্স, লাইপোপ্রোটিন ও কাইলোমাইক্রন, এলবিপি, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, এন্টিবডি, বর্জ্যপদার্থ এবং সোডিয়াম ক্লোরাইড।


১৯. প্রশ্ন : রক্তরসে বর্জ্যপদার্থ কোনগুলো?

উত্তর : কার্বন-ডাই-অক্সাইড, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড।


২০. প্রশ্ন : রক্তরসে সোডিয়াম ক্লোরাইড কী পরিমাণ থাকে?

উত্তর : খুবই অল্প।