বিশ্বের উচ্চতম ব্রিজের পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন চীনের ইঞ্জিনিয়াররা৷ ব্রিজটির নাম বেইপাঞ্জিগঞ্জ সেতু৷ সেতুটি তৈরি করা হয়েছে দক্ষিণ-পশ্চিম চীনে৷ নদী থেকে ৫৬৫ মিটার উঁচুতে এই সেতুটি তৈরি করা হয়েছে৷ গুঝৌ প্রাদেশিক পরিবহন বিভাগের পক্ষ থেকে এই তথ্যই জানানো হয়েছে৷ এই সেতুটি এখন পৃথিবীতে উচ্চতম সেতু বলে জানা গেছে৷
সেতুটি ১ হাজার ৩৪১ মিটার দীর্ঘ৷ এই বছরের শেষেই এই সেতু তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে৷ এই সেতুটি তৈরি হওয়ার ফলে গুঝৌয়ের লিয়ুপাংসুই থেকে হুনান প্রদেশে যাতায়াত দু থেকে পাঁচ ঘন্টা কমে আসবে বলেও জানা গেছে৷ চীনের সেন্ট্রাল টেলিভিশন সোমবার এই তথ্যই জানিয়েছে৷
বিশ্বের উচ্চতম সেতুগুলি রয়েছে চীনে কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা সেতুটি অবস্থিত ফ্রান্সে৷ মাটি থেকে এর উচ্চতা ৩৪৩ মিটার৷