

তিতিক্ষার অন্যতম ইবাদাত ঈদ-উল আজহায় পশু কোরবানি। কোরবানির পশু জবাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন পশু কষ্ট না পায়। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানির পশু জবাইয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন। লক্ষ্য রেখেছেন পশু জবাইয়ের সময় যেন বেশি কষ্ট না পায়। সে জন্য জবাই করার যন্ত্র ধারালো হওয়ার কথা বলেছেন।
হাদিসে এসেছে-
হজরত শাদ্দাদ ইবনে আওছ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব কিছুর ওপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন।
সুতরাং তোমরা যখন (কোরবানির পশু) জবাই করবে, তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে। প্রত্যেকেই তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। (মুসলিম)
হাদিসে থেকে বুঝা যায়, পশু কোরবানির সময় তার প্রতি মায়া মমতা রাখা। পশু যেন কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখা। পশুর শান্তিপূর্ণ জবাই সম্পন্ন করতে ছুরিকে ভালোভাবে ধার দেয়া।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকলকে পশু জবাইতে উল্লেখিত হাদিসের দিক-নির্দেশনা অনুযায়ী পশু জবাই করার তাওফিক দান করুন। আমিন।









