নৈর্বক্তিক পদ্ধতিতে যেভাবে ঈদের নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয়

মজার সবকিছু September 10, 2016 1,787
নৈর্বক্তিক পদ্ধতিতে যেভাবে ঈদের নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয়

মেডইজি! মেডইজি!! মেডইজি!!! মেডইজি!!!!

ঈদের নাটকের স্ক্রিপ্ট


প্রতি ঈদে যেকোনো উপায়ে ডজন ডজন নাটক নামানোর চেষ্টা থাকে নাট্যকার ও পরিচালকদের। আধা ঘণ্টা, এক ঘণ্টা, খণ্ড, ধারাবাহিক, মেগা ধারাবাহিক—নানান তকমা জুড়ে দিয়ে সেসব গেলানো হয় দর্শকদের। তা আপনিও কি নাটক পরিচালনা করতে চান? স্ক্রিপ্ট নিয়ে ভাবছেন? স্ক্রিপ্ট নিয়ে ভাবনা, আর না, আর না। আমরা এসে গেছি আপনার নাটকের স্ক্রিপ্টের যোগান দিতে। কেমন স্ক্রিপ্ট চান তা শুধু একবার মুখ ফুটে বলুন। নিচের ফর্মটি টিক চিহ্ন দিয়ে পাঠান। সঠিক সময়ের মধ্যে স্ক্রিপ্ট পৌঁছে যাবে আপনার শুটিং স্পটে। বিফলে মূল্য ফেরত।




(চাহিদা অনুযায়ী টিকচিহ্ন দিন)


১. আপনি কোন ধরনের নাটক তৈরি করতে ইচ্ছুক?

ক. ষড়যন্ত্রমূলক

খ. হাস্যরসাত্মক ও শিক্ষণীয়

গ. সামাজিক ও পারিবারিক অ্যাকশন

ঘ. মডার্ন ও ইয়াং প্রজন্মের কাহিনি (রোমান্টিক)


২. নাটকে মোট পাত্র-পাত্রীর সংখ্যা কত রাখতে চান?

ক. ১৫ জন (পাসিং শটের জন্য ১০ জন)

খ. ২০ জন (পাসিং শটের জন্য ১৫ জন)

গ. ৩০-৩৫ জন (পাসিং শটের জন্য...জন)

ঘ. আলোচনা সাপেক্ষে


৩. আপনার নাটকের টার্গেট-দর্শক কারা হবে?

ক. কাজের বুয়া, গৃহকর্মী

খ. বাংলা সিনেমার নিয়মিত দর্শক

গ. ইয়াং জেনারেশন

ঘ. গ্রামের লোকজন

(বি. দ্র.: অতিরিক্ত চাহিদার কারণে ‘ক’ ক্যাটাগরিতে ঈদের আগে আর কোনো অর্ডার নেওয়া সম্ভব নয়।)


৪. নাটকের আকার কী রকম হবে?

ক. ১০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপন

খ. ১৫ মিনিট নাটক + ৪৫ মিনিট বিজ্ঞাপন

গ. ২০ মিনিট নাটক + ৪০ মিনিট বিজ্ঞাপন

ঘ. ৩০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপন


৫. গল্পের প্লট কী হবে, বেছে নিন—

ক. নায়ক বিশাল বড়লোক, নায়িকা গরিব ঘরের সুন্দরী। ভিলেন মেয়েটিকে পেতে চায়

খ. নায়ক গরিব, আর নায়িকা বড়লোক। শেষ দৃশ্যে নায়িকা মারা যাবে

গ. মোবাইল ফোন + দুই জোড়া যুবক-যুবতীর প্রেম-ভালোবাসা

ঘ. জিটিভি-স্টারপ্লাস-সনি থেকে সরাসরি কাটপেস্ট


৬. নাটকের শুটিং কোথায় হবে?

ক. পুবাইলে

খ. উত্তরার কোনো এক শুটিং বাড়িতে, দিয়াবাড়িতে

গ. এফডিসিতে (কিছু অংশ কক্সবাজারে)

ঘ. দেশের বাইরে

(‘ঘ’ ক্যাটাগরিতে টিকচিহ্ন দিলে একই লোকেশনে একই পাত্র-পাত্রীর সমন্বয়ে তৈরি পরবর্তী দুটি ক্রিপ্টের ওপর ৩০% কমিশনের ব্যবস্থা আছে।)


৭. নাটকের স্ক্রিপ্টে সংলাপ কেমন থাকবে?

ক. ক্যামেরা চালু থাকবে। পাত্র-পাত্রীরা ক্যামেরার সামনে এসে যা বলার বলবে

খ. সংলাপ ঠিক হবে অন দ্য স্পট, শুটিং স্পটে

গ. সংলাপ যা-ই হোক না কেন, তা হতে হবে ভাই বেরাদরের ভাষায়

ঘ. বিতর্ক এড়ানোর জন্য সুশীল ভাষার সংলাপ থাকবে


৮. নাটকে কি গান থাকবে?

ক. হ্যাঁ, একটি (+ হাফ নাচ)

খ. কমপক্ষে দুটি গান রাখতেই হবে

গ. দুটি গান + একটি আবহসংগীত

ঘ. গানবাজনা রাখার দরকার নেই


৯. নাটকের নাম কয় লাইনের হবে?

ক. উত্তরাধুনিক প্যাকেজ: অন্তত তিন লাইন

খ. অত্যাধুনিক প্যাকেজ: অন্তত দুই লাইনের বেশি যা পারেন

গ. আধুনিক প্যাকেজ: লাইন বিষয় না কিন্তু নামের মাঝে ‘এবং’ ‘কিংবা’ এই ধরনের শব্দ থাকা জরুরি

ঘ. গ্রামীণ প্যাকেজ: সুস্থ ও স্বাভাবিক একটি নাম


১০. প্রেস বিজ্ঞপ্তির জন্য নিচের যেকোনো একটিতে টিক চিহ্ন দিন (নাট্যপরিচালক হিসেবে)।

ক. গতানুগতিকতার বাইরে ভিন্নধর্মী কাহিনি নিয়ে এ নাটকটির গল্প আবর্তিত হয়েছে। আমি আশাবাদী, এ নাটক দর্শকদের ভিন্ন রকম ভাবনায় ফেলবে।

খ. নাটকটি দর্শকদের নির্মল আনন্দ দানের পাশাপাশি তাঁদের ভাবনাকেও নাড়া দেবে। এই নাটকের গল্পে নতুন কিছু পাবেন দর্শকেরা।

গ. ঘটনা গতানুগতিক হলেও পরিবেশনায় ভিন্নতার জন্য দর্শকেরা নাটকটি উপভোগ করবেন।

ঘ. আমি সব সময় চাই দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়েই এবারের ঈদের নাটকে নায়িকা...ও...কে হাজির করেছি বিশেষ চমক হিসেবে।


সতর্কীকরণ: আমরা কোনো ধরনের আর্টফিল্ম বা আর্টফিল্ম-জাতীয় নাটকের অর্ডার নিই না। তবে যত্ন সহকারে টেলিফিল্মের স্ক্রিপ্টের অর্ডার নিয়ে থাকি। অর্ডারকৃত স্ক্রিপ্ট ফেরত নেওয়া হয় না।

c ইয়াকি