রোদ,প্রচণ্ড গরম, হঠাৎ ঝুম বৃষ্টি।সারা দিন কড়া রোদ আর প্রচন্ড গরমে সবাই অস্থির। হঠাৎবৃষ্টি হলেও এই বৃষ্টির পর গরম যেন আরও জেঁকে ধরে। সারাদিনের ব্যস্ততা সেরে রাতে একটু শান্তির ঘুম ঘুমাতে চান।কিন্তু গরমের যন্ত্রণায় ঘুমানো কঠিন হয়ে পড়ে।সকলের বাড়িতে এসি নেই আবার এসি কেনার সামর্থ্য সকলের নেই। তাহলে উপায়? উপায় একটি আছে। অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই এসি।আসুন জেনে নেই-
যা যা লাগবে:
*একটি প্লাস্টিকের ড্রাম
*একটি মোটা পাইপ
*ছোট ফ্যান
*গর্ত করার জন্য ড্রিল
*করাত
*টেপ
*বরফের টুকরো
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে ফ্যানের সাইজে ড্রামের ঢাকনার মুখটা কেটে নিন।
২। তারপর ঢাকনার ভিতরে দুইপাশে টেপ লাগিয়ে নিন।
৩। ঢাকনার উপরে ফ্যানটি উল্টো করে টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৪।এবার ড্রামের নিচের অংশে মাঝারি আকৃতির তিনটি গর্ত করুন(ছবির মত করে)।
৫। প্লাস্টিকের পাইপ কেটে প্রায় সমান তিন টুকরো করে নিন।
৬। পাইপ তিনটি ড্রামের তিনটি গর্তের মধ্যে ঢুকিয়ে ভিতরে বাহিরে টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৭। এবার বরফের টুকরোগুলো ড্রামে দিয়ে ঢাকনা লাগিয়ে নিন।
৮। ঘরে যেকোন এক কোণায় এটি রাখুন। ঢাকনার সাথে লাগানো ফ্যানটি সুইচে লাগিয়ে দিন।
৯। ব্যস তৈরি হয়ে গেল এসি।
১০। বরফের টুকরো যত বেশি দিবেন ঘর তত দ্রুত ঠান্ডা হবে।আপনিও তত আরাম পাবেন।তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন।