সাধারণ জ্ঞান : জাতিসংঘ ও অঙ্গসংগঠন- ৩য় পর্ব!

সাধারণ জ্ঞান September 7, 2016 1,275
সাধারণ জ্ঞান : জাতিসংঘ ও অঙ্গসংগঠন- ৩য় পর্ব!

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান।


আজ ‘জাতিসংঘ ও অঙ্গসংগঠন’ নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব-


১. প্রশ্ন : ECA- এর প্রতিষ্ঠাকাল কত?

উত্তর : ১৯৫৮ সাল।


২. প্রশ্ন : ECE- এর পূর্ণরূপ কী?

উত্তর : Economic Commission For Europe.


৩. প্রশ্ন : ECE- এর সদর দফতর কোথায়?

উত্তর : জেনেভা- সুইজারল্যান্ড।


৪. প্রশ্ন : ECE- এর প্রতিষ্ঠাকাল কত?

উত্তর : ১৯৪৭ সালে।


৫. প্রশ্ন : ECLAC- এর পূর্ণরূপ কী?

উত্তর : Economic Commission For Latin American and Carabian.


৬. প্রশ্ন : ECLAC- এর সদর দফতর কোথায়?

উত্তর : সান্টিয়াগো- চিলি।


৭. প্রশ্ন : ECLAC- এর প্রতিষ্ঠাকাল কত?

উত্তর : ১৯৪৮ সাল।


৮. প্রশ্ন : ESCWA- এর পূর্ণরূপ কী?

উত্তর : Economic and Social Commission For Western Asia.


৯. প্রশ্ন : ESCWA- এর সদর দফতর কোথায়?

উত্তর : বৈরুত- লেবানন।


১০. প্রশ্ন : ESCWA- এর প্রতিষ্ঠাকাল কত?

উত্তর : ১৯৪৭ সাল।


১১. প্রশ্ন : অছি পরিষদের সদস্য কারা?

উত্তর : নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র।


১২. প্রশ্ন : অছি পরিষদ কীভাবে পরিচালিত হয়?

উত্তর : ট্রাস্ট বা সাহায্যভুক্ত দেশসমূহের রক্ষণাবেক্ষণ এবং এদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।


১৩. প্রশ্ন : জাতিসংঘের মাধ্যমে কারা স্বাধীনতা লাভ করে?

উত্তর : নাউরু, নিউগিনি, রুয়ান্ডা, বুরুন্ডি ও ক্যামেরুন।


১৪. প্রশ্ন : অছিভুক্ত দেশ সর্বশেষ কবে স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৯৯৪ সালে।


১৫. প্রশ্ন : সর্বশেষ অছিভুক্ত কোন দেশ স্বাধীনতা লাভ করে?

উত্তর : পালাউ।


১৬. প্রশ্ন : বর্তমানে একমাত্র অছি পরিষদভুক্ত অঞ্চল কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আইল্যান্ড।


১৭. প্রশ্ন : বর্তমানে অছি পরিষদের কার্যক্রম কোন অবস্থায় রয়েছে?

উত্তর : স্থগিত রয়েছে।


১৮. প্রশ্ন : কত সালের পর অছি পরিষদের কার্যক্রম স্থগিত হয়?

উত্তর : ১৯৯৪ সালের পর।


১৯. প্রশ্ন : জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৫ সালে।


২০. প্রশ্ন : প্রতিষ্ঠাকালে কয়টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করে?

উত্তর : ৫১টি রাষ্ট্র।