বাস আর সাইকেলের পার্থক্য

শিক্ষক-ছাত্র কৌতুক September 7, 2016 2,323
বাস আর সাইকেলের পার্থক্য

বিল্টু ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে.....


শিক্ষক : বিল্টু, বল তো দেখি, বাস আর বাইসাইকেলের মধ্যে পার্থক্য কী?


বিল্টু : স্যার, বাস আর সাইকেলের মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে। আর এই পার্থক্যের দিক থেকে বাইসাইকেলই সবচেয়ে জুতসই বাহন মনে হয়।


শিক্ষক : পণ্ডিতি না করে শিগগির বলে ফেল।


বিল্টু : স্যার, পার্থক্যটা হলো- বাইসাইকেল চলার সময় তার স্ট্যান্ড সঙ্গে রাখে। কিন্তু বাস তার স্ট্যান্ডটিকে ফেলে রেখে যায়।