যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান।
আজ ‘জাতিসংঘ ও অঙ্গসংগঠন’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : জাতিসংঘের প্রধান অঙ্গসংগঠন কয়টি?
উত্তর : ৬টি।
২. প্রশ্ন : জাতিসংঘের প্রধান অঙ্গসংগঠনগুলো কী কী?
উত্তর : সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়।
৩. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য কারা?
উত্তর : সকল রাষ্ট্রই এর সদস্য।
৪. প্রশ্ন : প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটাধিকার কয়টি?
উত্তর : ১টি।
৫. প্রশ্ন : সাধারণ সভায় কতজন প্রতিনিধি একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারে?
উত্তর : ৫ জন।
৬. প্রশ্ন : সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে শুরু হয়?
উত্তর : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৭. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে কারা অংশগ্রহণ করে?
উত্তর : ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র।
৮. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের ECOSOC এ কতজন সদস্য নির্বাচন করে?
উত্তর : ৫৪ জন।
৯. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যকাল কত বছর?
উত্তর : ১ বছর।
১০. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
উত্তর : ১১টি।
১১. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?
উত্তর : ২ বছরের জন্য।
১২. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের জন্য কতটি সদস্যরাষ্ট্রের সম্মতির প্রয়োজন? উত্তর : ৫টি স্থায়ী ও ৪টি অস্থায়ী।
১৩. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?
উত্তর : স্থায়ী ৫ ও অস্থায়ী ১০।
১৪. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত দিনের জন্য?
উত্তর : ১ মাসের জন্য।
১৫. প্রশ্ন : Veto শব্দটি কোন দেশের শব্দ?
উত্তর : ল্যাটিন।
১৬. প্রশ্ন : Veto শব্দের অর্থ কী?
উত্তর : আমি মানি না।
১৭. প্রশ্ন : ভেটো কেমন অধিকার?
উত্তর : কোনো প্রস্তাবে স্থায়ী সদস্যদের ‘না’ বলার সাংবিধানিক অধিকার।
১৮. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কতটি ভোটের প্রয়োজন?
উত্তর : কমপক্ষে ৯টি।
১৯. প্রশ্ন : কাদের ভেটো ক্ষমতা আছে?
উত্তর : ৫টি স্থায়ী সদস্য।
২০. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি?
উত্তর : ১০টি।