আব্রাহাম লিংকন, আমেরিকান প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট।আমেরিকার রক্তাক্ত গৃহযুদ্ধের পরিত্রাণদাতা নায়ক এবং আমেরিকার তথা পৃথিবীর ইতিহাসের এক অন্যতম সেরা নেতা, এক কিংবদন্তি মহাপুরুষ।আসুন আজ জেনে নেই এই মহান নেতা সম্পর্কে না জানা কিছু চমকপ্রদতথ্য—
১। আব্রাহাম লিংকন মানসিক অবসাদে ভুগতেন এবং সঙ্গে ছুরি রাখতে ভয় পেতেন এই ভেবে যে যদি এটা নিজের উপর ব্যাবহার করে ফেলেন?!
২। আব্রাহাম লিংকন এর মদের দোকানের পরিবেষক (বারটেন্ডার) হিসেবে বৈধ লাইসেন্স ছিল।
৩। আব্রাহাম লিংকন এর ঘাতক ছিলেন একজন বিখ্যাত অভিনেতা এবং লিংকন নিজে সেই অভিনেতার ভক্ত ছিলেন।
৪। লিংকন এর পুত্র রবার্টকে ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচান এডউইন বুথ, যিনি ছিলেন লিংকন এর ঘাতক জন উইল্কস বুথ এর আপন ভাই।
৫। লিংকন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট দের মধ্যে প্রথম যিনি অনুভব করেছিলেন মহিলাদের ও ভোট দানের অধিকার আছে।
৬। লিংকন ছিলেন একজন দক্ষ মল্লযোদ্ধা (রেসলার), জীবনে মাত্র ১টি রেসলিং খেলায়ে হেরেছেন ৩০০ টি খেলা খেলে।
৭। লিংকন এর কুকুর ফিডো কেও খুন করা হয়।
৮। আব্রাহামলিংকন এর কোন কলেজ ডিগ্রী ছিলনা।
৯। যেদিন আব্রাহামলিংকন কে গুলি করে হত্যা করা হয় সেদিন ই তিনি সৃষ্টি করেছিলেন আমেরিকান সিক্রেট সার্ভিস তথা গুপ্ত সংস্থা।
১০। চার্লস ডারুউইন ও আব্রাহামলিংকন এক ই দিনে জন্মগ্রহন করেন।
১১। আব্রাহামলিংকন তার মৃত্যুর পূর্বেই স্বপ্নে দেখেছিলেন যে তাঁকে গুলি করে মারা হবে।
১২। ১৮৭৬ সালে শিকাগোর কিছু দুর্বৃত্ত আব্রাহামলিংকন এর সমাধি থেকে তাঁর মৃতদেহ চুরি করে ২ লক্ষ ডলার মুক্তিপণ দাবি করে।
১৩। আব্রাহামলিংকন এর পকেট ঘড়ির মধ্যে জহুরি দ্বারা খোদাইকৃত একটি গুপ্ত বার্তা ২০০৯ সাল পর্যন্ত অনাবিস্ক্রিত ছিল।
১৪। আমেরিকান গ্রহ যুদ্ধের সময় বিমান আবিষ্কার হয়নি। সেই সময়ে লিংকন বেলুন বাহিত সৈন্যদল এর সূচনা করেন যা আধুনিক বিমান বাহিনীর উত্তরসুরি হিসেবে গণ্যকরা যায়।
১৫। একটি ১১ বছরের বালিকার অনুরোধে লিংকন দাঁড়ি রাখা শুরু করেন।
১৬। আব্রাহাম লিংকন এর বর্তমানে কোন জীবিত উত্তরসূরি নেই, যে একজন দৌহিত্র ছিলেন তিনি ১৯৮৫ সালে মারা যান।
১৭। আব্রাহাম লিংকন এর বড় ছেলে রবার্ট টড লিংকন তাঁর পিতার হত্যার সময় আততায়ী দের ধারেকাছেই ছিলেন কিন্তু পিতাকে বাঁচাতে পারেননি।
১৮। আব্রাহাম লিংক সংক্ষেপে ডাকলে তিনি তা অপছন্দ করতেন।
১৯। আব্রাহাম লিংকন এর বয়স যখন ৯ তখন তাঁর মাতা বিষাক্ত দুধ পানে মারা।
২০। আব্রাহাম লিংকনকে “গুড ফ্রাইডের” দিন গুলি করে মারা হয়।
২১। এখন পর্যন্ত আব্রাহাম কফিন ১৭ বার সরানো ও ৫ বার খোলা হয়েছে।
২২। আমারিকান প্রেসেডেন্ট দের মধ্যে পর্যন্ত আব্রাহাম লিংকন সবথকে লম্বা। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি।
২৩। আব্রাহাম লিংকন চলার সম গুরুত্বপূর্ণ দলিলাদি পরনের লম্বা টুপির মধ্যে রাখতেন।
২৪। আব্রাহাম লিংকন এর প্রাতিষ্ঠানিক ডিগ্রী না থাকা সত্তেও তিনি আইন সাথে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর ১২ মাসের ও কম সময় ছিল প্রাতিষ্ঠানিক স্কুল জীবনের অভিজ্ঞতা।
২৫। আব্রাহাম লিংকন হলেন এখন পর্যন্ত একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যা নিজস্ব একটি পেটেন্ট(নিজে কোন কিছু আবিস্কার করে সেটার সত্ত্ব সংরক্ষন করা)আছে।
২৬। আব্রাহাম লিংকনকে তাঁর নিজ পি শবযাত্রায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
২৭। আমারিকান প্রেসিডেন্টদের। মধ্যে এখন পর্যন্ত আব্রাহাম লিংকন এর পরনের জুতার মাপ বৃহত্তম।বিশাল আকৃতির পায়ের জন্য তাঁর ১৪ সাইজের জুতা লাগতো।