জনমত - আবুল বাশার শেখ

মানবতাবাদী কবিতা August 26, 2016 2,811
জনমত - আবুল বাশার শেখ

জনমত


আবুল বাশার



জিনিস পত্রের দাম

প্রতি দিনই বাড়ছে,

ব্যবসায়ী সিন্ডিকেট

কল কাঠিটা নাড়ছে।

গণতন্ত্র লুণ্ঠিত

বিপন্ন মানবতা,

জোর যার মুল্লুক তার

এ নীতি যথা-তথা।

নিম্ন আয়ের মানুষ যারা

কষ্টে কাটে তাদের দিন,

তাদের কথা কেউ ভাবেনা

বক্তিতাতে হয় মলিন।

উলট পালট কথা ছেড়ে

দেশের কথা ভাবেন,

সত্যিকারের উন্নয়নে

জনগণকে পাবেন।