রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় অসংখ্য কালো রঙের গ্র্যানাইটের পাথর পড়ে থাকতে দেখা যায়। এই পাথরগুলি কেন থাকে জানতে চাইলে অনেকেই বলবেন, ট্রেনের চাকা ও নিচের লোহার পাতের সংঘর্ষে উৎপন্ন অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতেই এই ভাঙা পাথরগুলি দেওয়া থাকে। যাদের বলা হয়ে থাকে ব্যালাস্ট। কিন্তু এটা ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে।
• জেনে নিন সেই কারণগুলো কি কি....
ট্রেন যখন লোহার পাতের উপর দিয়ে যায়, তখন যাবতীয় চাপ এই লোহার পাতের মাধ্যমে কাঠের পাতে সঞ্চারিত হয়। সেই চাপে যাতে কাঠের পাতগুলি ভারসাম্য বজায় রেখে নিজ অবস্থানে অনড় থাকে, সেই জন্যই ব্যালাস্টগুলি দেওয়া হয়ে থাকে।
এছাড়া পাথরগুলি থাকায় ট্রেনলাইন মাটি থেকে একটু উপরে অবস্থান করে। তাই অতিরিক্ত বৃষ্টিতে লাইন ডুবে যাওয়ার আশঙ্কা অনেক কম থাকে।