মাছের কিছু ডিম নিয়ে তার সাথে কিছু উর্বর মাটি মিশাইবে, এবার সেগুলো কুয়াশার মধ্যে এক রাত্রী রাখিয়া দিবে। এবার সকালবেলা তা সংগ্রহ করিয়া নিরাপদ শিতল ছায়াতে রাখিয়া দিবে।
এবার যখন কাউকে যাদু দেখাতে যাবে তখন একটি গামলা বা পেয়ালাতে কিছু ভালো পুকুরের পানি নিয়ে তাতে ডিম মেশানো মাটিগুলো ছিটিয়ে দেবে, কয়েক মিনিটের মধ্যে সেখানে মাছ জন্ম নেবে এবং খেলিয়া বেরাবে।