রবিবার দিন প্যঁচার কিছু পালক আগুনে পুড়িয়ে ভষ্ম (ছাই) করতে হবে।
এবার সেই ভষ্মের সাথে কুঙ্কুম ও কস্তুরী মিশিয়ে গুটিকা (ছোট বল আকৃতি) তৈরী করবে।
সেই গুটিকা দ্বারা চোখে কাজল দিলে, অদৃশ্যকরণ হয়ে। এই কাজ সাবধানে করতে হয় এবং গুরুর আদেশ ছাড়া এই কাজ করতে যাওয়া উচিৎ নয়।