অবিশ্বস্ত সূত্র থেকে মেইল এলে সতর্ক করবে জিমেইল

ইন্টারনেট দুনিয়া August 13, 2016 1,186
অবিশ্বস্ত সূত্র থেকে মেইল এলে সতর্ক করবে জিমেইল

জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি নিরাপত্তা ফিচার যুক্ত করছে গুগল। জিমেইলের যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে গুগল। এতে ওয়েব ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জিমেইল ব্যবহারকারীরা অবিশ্বস্ত কোনো সূত্র থেকে মেইল এলে সতর্কবার্তা পাবেন।


কোনো ওয়েবসাইট ক্ষতিকর কি না, তা সেখানে যাওয়ার সময়ে সতর্কবার্তায় জানিয়ে দেবে জিমেইল। ম্যালওয়্যার ও ফিশিং ওয়েবসাইটের কোনো লিংক মেইলে থাকলে ব্রাউজারে তা লোড হবে না। প্রথমে এ ধরনের লিংকের জন্য জিমেইলে বার্তা যাবে। ব্যবহারকারী মেইল প্রেরকের প্রোফাইলে ওপর প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবেন। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, এ বছরের মার্চ মাসে চালু করা সেফ ব্রাউজিং প্রোটেকশন ফিচারের অতিরিক্ত সুবিধা এগুলো।