এবার গান শোনাবে ‘স্মার্ট বালিশ’..!

নতুন প্রযুক্তি August 13, 2016 893
এবার গান শোনাবে ‘স্মার্ট বালিশ’..!

শুয়ে শুয়ে শুনতে পারবেন গান। এজন্য লাগবে না কোনো প্লেয়ার।


আপনার মাথার নিচের বালিশটিই আপনাকে গান শোনাবেন। আপনি যখন বালিশটিতে মাথা রাখবেন তথনই এটি গান শোনাবে।


এমন একটি প্রযুক্তি সমৃদ্ধ বালিশের প্রোটোটাইপ তৈরি করেছে জিক নামের একটি প্রতিষ্ঠান। আরামদায়ক এই বালিশটিতে শুধু আপনাকে গান শোনাবেই না ঘুম পাড়াতেও সাহায্য করবে। কেননা, এটি ঘুমের জন্য সহায়ক তেমন সব মিউজিক শোনাবে। বালিশটি স্মার্টফোনের সঙ্গে পেয়ার করে মিউজিক ঠিক করা যাবে।


বালিশটি এমনভাবে মিউজিক স্ট্রিমিং করবে যাতে সঙ্গীর ঘুমের ব্যাঘাত না ঘটে।


বালিশটিতে থাকা ওয়ারলেস স্পিকার দিয়ে আইটিউন কিংবা স্পোটিফাই থেকে মিউজিক স্ট্রিমিং করা যাবে। এছাড়াও যেকোনো স্লিপ ট্রাক বাজানো যাবে বালিশটি দিয়ে।


একটি কিক স্ট্যার্টার ক্যাম্পেইনের মাধ্যমে জিক তাদের বালিশ উৎপাদনের জন্য তহবিল সংগ্রহে মাঠে নেমেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২ লাখ ২০ হাজার ডলার সংগ্রহ করেছে। শিগগিরই বাণিজ্যিকভাবে বালিশ উৎপাদনে যাবে জিক।