মেয়েদের সাথে কি আচারণ করতে হবে তাহা ইসলাম কিন্তু সুন্দর ভাবে বলেছেন, এই ভাবে আমাদের মুসলিম মা বোন স্ত্রীদের কে সে ভাবে পরিচালিত করা হতো তা হলে আজ এতোটা বেপরোয়া হতনা সমাজ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ
“আমার কাছ থেকে মেয়েদের সাথে সৎ ব্যবহার করার শিক্ষা গ্রহণ কর। কেননা নারী জাতিকে পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা।
অতএব তুমি যদি সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলার সম্ভাবনা রয়েছে। আর যদি ফেলে রাখ তবে বাঁকা হতেই থাকবে। অতএব, নারীদের সাথে ভালো ব্যবহার কর।” [বুখারী ও মুসলিম]
*রিয়াদুস সালেহীন – ২৭৩,