মেসেঞ্জারের ইমোজিতে বড় পরিবর্তন

ইন্টারনেট দুনিয়া August 8, 2016 3,350
মেসেঞ্জারের ইমোজিতে বড় পরিবর্তন

ফেইসবুক মেসেঞ্জারে লাইক বাটন চেপে রেখে এর আকার বড় করার সুযোগটি প্রায় সকল ব্যবহারকারী নিয়েছেন। অনেকেই চিন্তা করেন যদি অন্য ইমোজিগুলোও এভাবে আকার বড় করা যেতো! তবে সেই চিন্তার অবসান হচ্ছে।


এখন মেসেঞ্জারের যেকোনো ইমোজি চেপে রেখে লাইক বাটনের মতোই বড় করা যাবে। যতোক্ষণ চেপে রাখবেন ততোই বড় হবে। ছেড়ে দিলেই সেটি যাকে পাঠাতে চাচ্ছেন তার কাছে চলে যাবে।




ফিচারটি অনেকটা গুগলের উন্মুক্ত হতে যাওয়া অ্যালো চ্যাট অ্যাপের মতোই। যেখানে শুধু ইমোজি নয়, যেকোনো মেসেজ আবারে ছোট-বড় করা যায়।


ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের এই ফিচারটি চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড অ্যাপে ও মেসেঞ্জার ডটকমে ফিচারটি চালু হবে বলে জানিয়েছে ফেইসবুক।