ইহরামের পূর্বে নারী-পুরুষগণ প্রাসঙ্গিক কাজ সম্পন্ন করে হজ বা ওমরা পালনের জন্য ইহরাম বাঁধেন। ইহরামের জন্য নারী-পুরুষের আলাদা আলাদা পরিধেয় পোশাকের (কাপড়ের) বিবরণ রয়েছে। যা তুলে ধরা হলো-
পুরুষদের পোশাক
পুরুষগণ সেলাইবিহীন (সাদা) দুটি নতুন কাপড় পড়বে। অর্থাৎ সেলাইবিহীন কাপড় দুটির একটি লুঙ্গি হিসেবে আর অন্যটিকে চাদর হিসেবে পরিধান করবে। লুঙ্গি ও চাদর উভয় কাপড়ই সাদা এবং পরিষ্কার হওয়া মুস্তাহাব। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে প্রত্যেকেই হজ বা ওমরার জন্য ইহরাম বাঁধার সময় যেন একটি লুঙ্গি ও চাদর এবং এক জোড়া জুতা পরিধান করে। (মুসনাদে আহমদ)
চাদরটি পড়ার সময় বাম কাধের ওপর দিয়ে পিছন দিকে ঘুরিয়ে এনে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের ওপর দিয়ে আবার বাম কাধের ওপর দিয়ে পিছনে ফেলা।
নারীদের পোশাক
আর মেয়েদের বেলায় যে কোনো রংয়ের শালিন পোশাক (কাপড়) পরিধান পূর্বক ইহরাম বাঁধা বৈধ। তবে উহা কালো, সবুজ অথবা যে কোনো রংয়ের হওয়া জায়িয আছে। তবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে, তাদের পোশাক যেন পুরুষদের পোশাকের মতো না হয়। সর্বোপরি কথা হলো নারীরা ইহরামে শালিন পোশাক পরিধান করবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ও ওমরায় ইহরামের পোশাক পরিধানে সুন্নাতের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।