মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন Nawazuddin Siddiqui, বর্তমান সময়ের এক সফল অভিনেতা।একের পর এক দারুন দারুন মুভি উপহার দিচ্ছেন তার দর্শকদের
। অভিনয়ের শুরু ১৯৯৯ এ Sarfarosh মুভি দিয়ে। Nawazuddin Siddiqui এর সব মুভি লিস্ট
এই মুভিতে Nawazuddin Siddiqui এর Co actor হিসাবে অভিনয় করেছেন Vicky Kaushal,অভিনয়ের শুরু খুব বেশি দিন নয় তবে তিনিও তার দর্শকদের দিচ্ছেন ভালো লাগার মত কিছু মুভি ।অভিনয়ের শুরু ২০১২ এ Luv Shuv Tey Chicken Khurana মুভি দিয়ে ।
এই মুভিতে Nawazuddin Siddiqui কে দেখা যাবে সিরিয়াল কিলার হিসাবে আর
Vicky Kaushal কে দেখা যাবে পুলিশের অফিসার অভিনয়ে।
রামান (Nawazuddin Siddiqui) রমন রাঘব থেকে একটি কুখ্যাত সিরিয়াল কিলার দ্বারা অনুপ্রাণিত হয় জীবন অনুসরণ করে।
আর রাঘব (Vicky Kaushal) একজন নেশা গ্রস্থ তরুন পুলিশ অফিসার ,অভিনয়ের কোন এক পর্যায়ে সে নিজেও হয়ে যায় গুপ্তঘাতক এবং একসাথে সিরিয়াল কিলার ও বটে
পুরো
মুভি টা ই টান টান উত্তে জনা র মধ্যে দিয়ে যাবে তবে আসল কাহিনীর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মুভির শেষ অংশ পর্যন্ত।
মুভির ডিরেক্ট লিঙ্ক ও টরেন্ট লিঙ্ক ইউটিউব এ RAMAN RAGHAV 2.0 (2016)
বি দ্রঃ মুভিটি কেমন লাগলো জানাবেন