সূর্য পশ্চিম দিকে উঠবে

শিক্ষক-ছাত্র কৌতুক August 5, 2016 2,778
সূর্য পশ্চিম দিকে উঠবে

শিক্ষক : বল তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?


বল্টু : আমি পরীক্ষায় পাস করি না বলে।


শিক্ষক : কেন?


বল্টু : কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পাস করবো সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি, তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না!