একেই পরিবেশ বলে!

ক্লাস-রুম কৌতুক August 4, 2016 2,910
একেই পরিবেশ বলে!

পটকা কোনো দিন ক্লাসে পড়া পারে না। পড়া ধরলেই সে ভূলে যায়। কিন্তু সেদিন ভজন স্যার পড়া ধরায় তাকে দাঁড়াতে হলো।


স্যার : পটকা বলতো পরিবেশ বলতে কী বোঝায়?


পটকা : (মাথা চুলকে) স্যার পড়েছিলাম, কিন্তু ভুলে গেছি।


স্যার : কতটুকু মনে আছে?


পটকা : স্যার শেষটুকু মনে আছে।


স্যার : শেষটুকু বললেই হবে।


পটকা : একেই পরিবেশ বলে।