বাংলাদেশের গ্ল্যামার গার্ল পরী মণি অভিনীত ‘রক্ত’ ছবি ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায়।
‘রক্ত’ ছবির মাধ্যমে প্রথম যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন পরীমণি। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
পরীমণির বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন নবাগত রোশান। রক্ত’ সিনেমার জন্য দারুণ খাটছেন পরী মনি। তার ক্যারিয়ারের অন্যতম সিনেমা হতে যাচ্ছে এটি। ‘রক্ত’-এ আরো অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ। আগামী ঈদুল আজহায় রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
আজ বের হল “রক্ত -ফাইট ফর ব্লাড” এর টিজার। জাজের অ্যাকশন কন্যা মাহির পর টিজারে দেখা মিলল নতুন অ্যাকশন কন্য পরীমনির। দেখা যাক ক্যারিয়ারে নতুন কোন মোড় দিতে পারে কি না এই সিনেমা পরীমনি কে