একটি ফ্রিজ আর রোগী (১৮+ কৌতুক)

১৮+ কৌতুক August 2, 2016 2,229
একটি ফ্রিজ আর রোগী (১৮+ কৌতুক)

ডাক্তারঃ আপনার এ অবস্থা হলো কেমন করে...?


১ম রোগীঃ আজকে নাইট ডিউটি শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখি বউ ঘরে নাই, খুঁজে দেখি বেলকোনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর এক লোক শার্ট পড়তে পড়তে রাস্তায় দৌড়াচ্ছে। আমি যা বোঝার বুঝে নিয়েছি। রাগে আমি ফ্রিজ তুলে লোকটাকে মেরেছি। ফ্রিজটা ভারি ছিলো তাই কোমরে ব্যথা পেয়েছি।


১ম রোগীটি চলে যাওয়ার পড় ২য় রোগী এল।


২য় রোগীর অবস্থা আরো খারাপ।


সে বললঃ আজকে আমার চাকরিতে জয়েন করার প্রথম দিন। ঘুম থেকে উঠে দেখি দেরি হয়ে গেছে। তাই রাস্তায় দৌড়াতে দৌড়াতে শার্ট পড়ছিলাম। কোন বান্দির পোলা যেন একটি ফ্রিজ তুলে আমার উপর মেরেছে। তাই আমার এ অবস্থা।


এরপর এলো ৩য় রোগী। ৩য় রোগীর অবস্থা খুবই খারাপ।


৩য় রোগীঃ আজকে খুব বড় বিপদ মানে পরকিয়া থেকে বাচাঁর জন্য ডিপ ফ্রিজে লুকেয়েছিলাম। কোন হারামজাদা যেন ফ্রিজ তুলে রাস্তায় ছুড়ে মেরেছে । তাই আমার এ অবস্থা...!!