

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সোমবার বিকাল থেকে মধ্যরাতের মধ্যে পৃথক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে।
গুলশান হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীরা যাতে যোগাযোগ করতে না পারে এজন্যে এদিন ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেয়ার মহড়া দেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোন কোন এলাকা এ মহড়ার আওতায় আসবে তা এখন বলা যাচ্ছে না।
শাহজাহান মাহমুদ জানান, মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে তারযুক্ত ইন্টারনেটসহ (ফিক্সড ব্রডব্র্যান্ড) সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার আওতায় থাকবে।
মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। বিষয়টি আগে থেকে জানানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, 'বিটিআরসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছি। কোনো বিশেষ পরিস্থিতিতে ইন্টারনেট তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায় কিনা- তা পরীক্ষা করতিই এই মহড়া হবে।'
তিনি বলেন, 'ইন্টারনেট সেবা ১০ থেকে ১৫ মিনিট বন্ধ থাকতে পারে। তাৎক্ষণিক নির্দেশনা পাওয়ার পর ইন্টারনেট বন্ধ করা হবে।'
বর্তমানে দেশে ২৭টি ইন্টারনেট গেইটওয়ে প্রতিষ্ঠান এবং বিটিআরসির হিসাবে ৪৯০টি আইএসপি ইন্টারনেট সেবা দিচ্ছে।
নির্দেশ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা বন্ধ করতে পারে কি না তা পরীক্ষা করতেই এ মহড়া দেয়া হচ্ছে বলে বিটিআরসি জানিয়েছে।









