অনেকেই অনেক সময় নিজের মোবাইলটি সাইলেন্ট করে রাখে। অনেক সময় সাইলেন্ট অবস্থায়ই হারিয়ে যেতে পারে বা কোথাও পড়ে থাকতে পারে। এতে করে দেখা যায় ঘরের ভেতর মোবাইল থাকলেও সাইলেন্ট থাকার কারণে তা খুঁজে পাওয়া যায় না।
আপনার মোবাইলটি যদি স্মার্টফোন হয় তবে এ বিষয়ে আর ভাবনার কিছু নেই। আপনার মোবাইটি হারিয়ে গেলেও আপনি খুব সহজে তা ফিরে পেতে বা তার সব তথ্য মুছে দিতে পারবেন।
আপনার ফোনটি যদি স্মার্ট ফোন হয়, আর আপনি সেই ফোনটি যদি সাইলেন্ট অবস্থায় হারিয়ে ফেলেন, তাহলে কাজে লাগান গুগল ডিভাইস ম্যানেজারকে।
১) গুগল ডিভাইস ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে সাইন ইন করুন।
২) এবার আপনি সেখানে ৩টি অপশন পাবেন।
রিং- সাইলেন্ট অবস্থায় ৫ মিনিটের মধ্যে আপনার ফোনটি বেজে উঠবে।
লক- আপনার ডিভাইসটি নতুন পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন।
ইরেজ- আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত তথ্য মুছে ফেলতে পারবেন।
এই ৩টি অপশনের মধ্যে যেটা আপনি চান, সেখানে ক্লিক করুন।