 আজ সৃষ্টি-সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম
 আজ সৃষ্টি-সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম
বাঘ এসেছে
ফেইসবুকে মৌ- মাছি আইডি থেকে সংগ্রহিত 
---------------------
বাঘ এসেছে বাঘ এসেছে
চেচায় রাখাল রোজ
সত্যি সত্যি বাঘ যে এলো
পায়নি সেদিন খোঁজ।
.
বেঘোরে যায় প্রাণ রাখালের
মিথ্যা পড়ে ধরা
মিথ্যাবদীর ভাগ্য এমন
বলো কি আর করা।
.
জঙ্গী বলে যাদের ওরা
ধরে ধরে আনতো
একদিন তারে জঙ্গী খাবে
সেটা কি সে জানতো?
.
শত শত মারলো যুবক
জঙ্গী বলে যারা
ছয় জঙ্গীর হাতেই দেখো
পড়লো ওরা মারা।
.
ছয় জঙ্গী সামাল দিতে
আর্মি ডাকা লাগে
ওরা তবে কি ছিল কও
মারলে যাদের আগে?
.
ছয় জঙ্গীর তেলেসমাত
তাতেই ওঠে মাথায় হাত
বিশ্ব ওঠে কেঁপে।
কোন কিছুই রয়না চাপা
যতই যাও চেপে।
.
জঙ্গী কারে কয় দেখে যাও
শিবির মারার আগে
ক্রসফায়ার নয়, জঙ্গী মারতে
কামান দাগা লাগে।
.
দোহাই লাগে জঙ্গী জঙ্গী
খেলা করো বন্ধ
দেশের মানুষ নয়তো সবাই
ঠোলা কিংবা অন্ধ।
 আজ সৃষ্টি-সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম
 আজ সৃষ্টি-সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম উদ্ভিদ মানুষ - মহাদেব সাহা
 উদ্ভিদ মানুষ - মহাদেব সাহা আমরা চলি সমুখপানে - রবীন্দ্রনাথ ঠাকুর
 আমরা চলি সমুখপানে - রবীন্দ্রনাথ ঠাকুর ষোল আনাই মিছে - সুকুমার রায়
 ষোল আনাই মিছে - সুকুমার রায় ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা।
 ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা। আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি
 আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি স্বপ্নের ফেরিওয়ালা
 স্বপ্নের ফেরিওয়ালা ছেলেবেলা ॥ এসপিএস শুভ
 ছেলেবেলা ॥ এসপিএস শুভ













