>এইযে মিস্টার। (বালিকা)
>জ্বি।বলুন। (বালক)
>এত ভাব নেও কেন???সব মেয়ের সাথে এভাবেই কথা বলো নাকি???
>হুম।
>কি??এত্ত বড় সাহস??? তাহলে আমি যে গার্লফ্রেন্ড আমার দামটা কই???
>বাজারে যাচাই করে দেখিনিত দাম সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম
>রিলেশনশিপ স্টাটাস দিবা কবে?
>দিমুনা।
>কেন???মেয়েরা আর মেসেজ দিবোনা তাই???
>হুম।
>দিতে হইব।আমি বলছিতো দিবাই।
>আমারে বিশ্বাস করোনা জানু???
>নাহ জান।
>কেন কেন???
>কেন মানে?? তুমিতো একটা গল্প লিখছিলা কাওরে অন্ধের মত বিশ্বাস করতে নাই।তাহলে আমি তোমার হবু ইস্তিরি হইয়া কেমতে তোমারে অন্ধের মত বিশ্বাস করি যে তুমি আমারে ছ্যাকা দিবানা পরে।
>পরে ছ্যাকা দিলে কি করবা???
>বড় ভাইদের কাছে বিচার দিমু।
>বড় ভাই পাইলা কই??
>রিলেশনশীপ স্টাটাস দেইখা যারা আমারে রিকুয়েস্ট দিবো তারাই
>মাইয়া এত্তু চালাক ক্রে??
>কবে দিবা এখন সেইটা কও?
>বিয়ার পর।
>বিয়ার পর মানে???আজ এই মুহুর্তে দিবা।
>প্লিজ আমারে বুজতে চেষ্টা করো।সারাদিন কলেজে শ্রমিকের মত খেটে আমি এখন ক্লান্ত।
>পুরুষ হইছো??? বিয়ার পরতো রাতে ঘুমাইতেই দিমুনা।
>বিয়াই করাম্না।
>এক থাপ্পড়ে বত্রিশটা দাতঁ ফালাইয়া দিমু???
>কালকের মধ্যে রিলেশনশিপ স্টাটাস দিবা।আর পহেলা বৈশাখে কই নিয়া যাইবা???
>কাক যেখানে ডিম পারতে পারেনা।
>ওহ নদীতে।খুব ভ্লা।
>আমিতো ভাবছিলাম ছাগলের খোয়ারে
>কি এত্ত বড় কথা???
>হ।
>নদীতে নিয়া যাইবা।তোমার হাত দিয়ে এই পায়ে নুপুর পরব
>টাকা দিবো কেডা???
>ওই এতদিন ডেটের সব টাকাইতো আমি দিছি।এইটা না হয় তুমি দিতা।
>বাপের টাকা এত্ত কামড়ায়না।
>
>আচ্ছা দিমুনে।
>:*
>বিয়ার পর কি আর দিবানা???
>অইটা ফিক্স ডিপোজিট করা আছে। আমার কালো শাড়ী পরতে ভাল লাগে।আমি কালো শাড়ী পরব আর তুমি তোমার চকলেট কালার ফেসের সাথে ম্যাচ কইরা হোয়াইট শার্ট আর ব্লেজার পরবা।
>এখন কি কইবা যে কাজী অফিসে যামু এইতো???
>নাহ নাহ।এত্ত সহজে তোমার মত একজন রোমান্টিক মানুষের কাছে বিয়া বসমুনি???পুরা এলাকা জানবে যে ইহা কার বিয়া।
>হাপ
>আর ভাল কইরা লুঙ্গি পরা শিখবা।
>আমার লুঙ্গি আবার কি করল???
>রাতে ঘুমাইলে চোখে কিছু দেখোনা।
>হ্রামি
>আর বিয়ার পর প্রতি মাসে ফ্যামিলি নিয়া শপিং করতে যাইবা।
>ইয়াপস। মাছ বাজার থেকে ঘুরে আসবো। ওকে???
>শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবা কাজে দিবো।
>বাপের টাকা এত বেশি হইলে আমারে অর্ধেক দিতে কইয়ো।
>তোমারেইত দিব।একমাত্র মেয়ের জামাই। বিয়ার সময় যা যা দিবো সব নিবা।
>তোর বাপের ঘুষ্টি কিলাই। পালাইয়া বিয়া করবি??? তাইলে আমি আছি নাইলে নাই। আমি গরীব পোলা বড়লোক হইবার চাই। বাট শ্বশুরের টাকায় নাহ।
>আমি জানতাম আমার বাবুতা খুব ভ্লা
>আমার কপাল খারাপ আছিল আর নাইলে পূর্ব জন্মে কোন খারাপ কাজ করছি যে তোর মত মাইয়া পাইছি
>:'(
>আমি ধন্য বালিকা তোমায় পেয়ে। সারাটা জীবন এভাবে থাকবে আমার পাশে?? টাকা পয়সা কিছুইনা। রাতে টিভির রিমোর্ট নিয়ে জগড়া করব। আর একে অপরের কপালে ঘষা দিয়ে জগড়া করব।
> শুভ্র আই লাভ ইউ সো মাচ। আই এম নাথিং উইথয়াউট ইউ। ইউ আর মাই ওয়ার্ল্ড। :'(
>পাগলী কোথাকার
>হুম।আমি পাগলী। তোমার ভালবাসা আমায় পাগলী বানিয়ে ফেলেছে।জানো আমি চা বানানো শিখতাছি।তুমি না বলে বিয়ের পর আমার হাতের চা দিয়ে দিন শুরু করবে???
>না। আমার পাগলীর হাতের চা দিয়ে।
>হিহিহিহিহিহিহিহিহিহি।চা পুড়ে যাচ্ছে মনে হয়।বাই
>কাবি আলবিদা না কেহেনা।;)
>আসি।
>আসো
লিখক:বিবর্ণ