লাগেজ টানাটানি আর এয়ারপোর্টের সুদীর্ঘ পথচলার ঝক্কি থেকে মুক্ত হতে যাচ্ছেন ভ্রমণকারীরা।
যুক্তরাষ্ট্রের শিকাগোর একজন ব্যবসায়ী বহনযোগ্য বিশেষ এক ধরনের ব্যাগ বিক্রি করছেন, যাতে চড়ে ঘুরে বেড়ানো যাবে। টার্মিনাল থেকে টার্মিনালে লটবহর টেনে নেওয়ার ঝামেলা থেকে বাঁচাবে এই ব্যাগ। এ ছাড়াও ভ্রমণকারীরা বৈদ্যুতিক মোটরচালিত এই 'মোডোব্যাগে' চেপে ঘণ্টায় আট মাইল বেগে ঘুরে নিতে পারবেন গোটা এয়ারপোর্ট।
"আমরা কাউকে অলস করতে চাচ্ছি না, কেবল মানুষকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করে যাচ্ছি", বলেন মোডোব্যাগের প্রতিষ্ঠাতা ড. কেভিন ও'ডানেল।
সিএনএনের তথ্যমতে, ব্যাগটির দাম এক হাজার মার্কিন ডলার। এটি যে কোনো এয়ারলাইনে ব্যবহারের মতো যথেষ্ট ছোট ব্যাগ।
মোডোব্যাগের ভ্রমণ পরিসীমা প্রায় আট মাইল। ব্যাটারি ক্ষমতা ইচ্ছাকৃতভাবে শুধু 'এফএএ'-এর ১০ ওয়াট/ঘণ্টা সীমা অধীনে নির্ধারণ করা হয়েছে, যাতে ভ্রমণকারীরা প্লেন পর্যন্ত সহজে ব্যাগ নিতে পারেন। তা ছাড়াও ব্যাগটি ১৫ মিনিটের মধ্যে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাগটিতে আরও রয়েছে ফোমের আরামদায়ক বসার জায়গা, যা ২৬০ পাউন্ড বা ১১৮ কেজির একজন মানুষকে বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী। ব্যাগে চড়ার সময় 'হ্যান্ড ব্রেক' আর ' থ্রটল' দিয়ে যাত্রীরা ব্যাগটি নিয়ন্ত্রণ করতে পারেন।
২০১৭ সালের জানুয়ারির মধ্যে এই মোডোব্যাগ গ্রাহকদের হাতের নাগালে আসবে।