Food Review : চিকেন শাহী ভোজ!!

ফুড রিভিউ July 21, 2016 2,560
Food Review : চিকেন শাহী ভোজ!!

Review on চিকেন শাহী ভোজ

Location - রিযিক হোটেল,খিলগাও

Price- ৩৭০ টাকা

Overall Taste- 6.959/10


Items- আস্ত একখান কক মুরগী / মুরগা (বিয়ে বাড়ির স্টাইলে রান্না),৪ জনের পোলাও,শসার সালাদ,২ টা ডিম(৪ভাগ করা),এক্সট্রা ঝোল,লবণ।

(পানি ফ্রি নাই কিন্তু,ওটার দাম রাখে)

১.৫ লিটার পানি- ২৫ টাকা


বোরহানি হাফ লিটার- ৬০ টাকা

জেলো পুডিং কেক- ৪০ টাকা,এইটা হাস্যকর একটা খাবার কিন্তু আমার কেন যেন ভাল লাগছে। আমি খাইছি আর হাসছি।


যদিও ওরা বলে এইটা ৪ জনের প্যাকেজ, বাট মুরগী টা ২ জন আর পোলাও টা ৩ জন easily খেয়ে ফেলতে পারবে।