চিকেন ঝাল ফ্রাজি:আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে!!

ফুড রিভিউ July 21, 2016 2,438
চিকেন ঝাল ফ্রাজি:আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে!!

এতদিন ঢাকায় থেকে এই জিনিষ কেন খাইলাম না ভেবে ব্যাপক আফসোস হচ্ছে 😒


চিকেন ঝাল ফ্রাজি: ঝোল মাখা প্রমাণ সাইজের ৩ পিস মুরগির মাংস। ঝাল ঝাল ধোয়া ওঠা এক টুকরো মাংস মুখে দিলেই মাখনের হালকা ঘ্রান আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে 😉

লাইফে একবার মাস্ট ট্রাই।


রেটিং: ৯/১০

গার্লিক নান: গরম গরম নরম গার্লিক নানের উপর ঘি মেখে ধনেপাতা কুচি ছেটানো। ভালোই খেতে। ঝাল ফ্রাজির সাথে বেস্ট সাইড।

রেটিং: ৭/১০

দাম:

ঝাল ফ্রাজি: ১৬০/-

নান: ৩০/-

প্লেইস: লায়লাতি,ধানমন্ডি।