

এতদিন ঢাকায় থেকে এই জিনিষ কেন খাইলাম না ভেবে ব্যাপক আফসোস হচ্ছে 😒
চিকেন ঝাল ফ্রাজি: ঝোল মাখা প্রমাণ সাইজের ৩ পিস মুরগির মাংস। ঝাল ঝাল ধোয়া ওঠা এক টুকরো মাংস মুখে দিলেই মাখনের হালকা ঘ্রান আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে 😉
লাইফে একবার মাস্ট ট্রাই।
রেটিং: ৯/১০
গার্লিক নান: গরম গরম নরম গার্লিক নানের উপর ঘি মেখে ধনেপাতা কুচি ছেটানো। ভালোই খেতে। ঝাল ফ্রাজির সাথে বেস্ট সাইড।
রেটিং: ৭/১০
দাম:
ঝাল ফ্রাজি: ১৬০/-
নান: ৩০/-
প্লেইস: লায়লাতি,ধানমন্ডি।


![Cream roll from Kings!! [★★]](https://bdup24.com/thumb.php?src=media/2016/07/mysmsbd_39016cfe079db1bfb359ca72fcba3fd8.jpg&w=144&h=96)
![Cream roll from Kings!! [★★★]](https://bdup24.com/thumb.php?src=media/2016/07/mysmsbd_af086cdab7954f11a518e3af68dc2fce.jpg&w=144&h=96)


![Item: Mexican Pizza🍕🍕 [with Rate]](https://bdup24.com/thumb.php?src=media/2016/07/mysmsbd_2ea6241cf767c279cf1e80a790df1885.jpg&w=144&h=96)


