Item - Insta Naga Burger|| ১০০ টাকায় ঝাল খোর এক্সপেরিয়েন্স!!

ফুড রিভিউ July 21, 2016 2,991
Item - Insta Naga Burger|| ১০০ টাকায় ঝাল খোর এক্সপেরিয়েন্স!!

Item - Insta Naga Burger

Price - 100bdt

Rating -8/10

Place - Instabite, South Banasree main road, 10 tola market er samne.

---+++++-------


"A Burger that is definitely not for the faint hearted or sweet tooth people."

‪#‎insta_naga_burger‬


এ মাস্ট ট্রাই বার্গার যদি আপনি ঝাল পছন্দ করেন। ইন্সতা বাইটের অন্য বার্গার গুলা ট্রাই করা হইছিল,কিন্তু নাগা বার্গার ট্রাই করার সাহস পাই নাই। আজ আল্লাহ্‌র নাম নিয়া ট্রাই করলাম।


প্রথমবার কামড় দেওয়ার জন্য নাকের কাছা কাছি আনতেই বুঝে যাবেন আপনি কি টেস্ট করতে যাচ্ছেন। কামড় দেওয়ার পর দুবার চাবানো পর মুখের ভিতর তিব্র কিক অনুভব করবেন। But I'm sure, u will not stop. খেতে খেতে নাকের পানি ঝরবে, চোখের পানি ঝরবে। নাকের পানি, চোখের পানি একাকার হবে, কিন্তু আপনি ঠিকি পরের কামড়ের জন্য যাবেন। পুরো বার্গার টাই আপনি শেষ করবেন, কিন্তু ততক্ষণে আপনি যুদ্ধ জয় করা বিধস্ত সৈনিক। আপনার চোখে পানি, কিন্তু মুখে তিপ্তি।

(আমি ঝাল পছন্দ করি,কিন্তু এত না। কিন্তু খেয়ে খুব মজা পাইছি। খাওয়ার পর ১৫ মিনিট ফ্যানের নিচে শুয়ে ছিলাম।

-----------------