গাড়ি কাদার মধ্যে!

ক্লাস-রুম কৌতুক July 14, 2016 3,554
গাড়ি কাদার মধ্যে!

ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে। ইংরেজি শিক্ষক বল্টুকে দেখে বলল-


শিক্ষক : হিমু, ইউ আর লেট! হোয়াই?


হিমু : স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল।

শিক্ষক : নো-নো, টেল মি ইন ইংলিশ।


হিমু : স্যার, Our গাড়ি was পড়িং in কাদা। No নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং!