

সাধারণত আমরা বই কিনতে গেলে কমদামি বইয়ের খোঁজই করি। কিন্তু শুধু সেগুলোই বই নয়, বিশ্বে রয়েছে বহু দামি দামি বই। মূলত হাতে আঁকা কিংবা ঐতিহাসিক মূল্যের কারণে এ বইগুলো এত মূল্যবান হয়ে উঠেছে। এ ধরনের কিছু বইয়ের খোঁজ রয়েছে এ লেখায়।
১. কোডেক্স লেইসেস্টার:
৩ কোটি ৮ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের অন্যতম দামি বই। ১৯৯৪ সালে দ্য ভিঞ্চির নিজ হাতে লেখা বইটি কিনে নেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বইটির ডিজিটাল ভার্সন বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে দিয়েছেন।
২. ম্যাগনা কার্টা:
২ কোটি ১০ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের আরেকটি দামি বই। ২০০৭ সালে লন্ডনে এ বইটি বিশ্বের দ্বিতীয় মূল্যবান বই হিসেবে বিক্রি হয়। বর্তমান বিশ্বে এ বইয়ের ১৭টি কপি আছে।
৩. সেন্ট কাটবার্ট গসপেল:
১ কোটি ৪৩ লাখ ডলার মূল্যের এ পকেট গসপেল বইটি বিশ্বের টিকে থাকা প্রাচীন বইয়ের অন্যতম এটি।
৪. বে স্যালম বুক:
১ কোটি ৪২ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের চতুর্থ দামি বই। যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রথম বই এটি। বর্তমানে এ বইটির মাত্র ১১টি কপি টিকে আছে, যার একটি বিক্রি হয়েছে এ দামে।
৫. রথচাইল্ড প্রেয়ারবুক:
১ কোটি ৩৪ লাখ ডলার মূল্যের ১৯৯৯ সালে একজন সংগ্রাহক বইটি কিনে নেন। তবে তার আগে অস্ট্রিয়ার জাতীয় লাইব্রেরিতে বইটি প্রদর্শিত ছিল।
৬. গসপেলস অপ হেনরি দ্য লায়ন:
১ কোটি ১৭ লাখ ডলার মূল্যের এ বইটি ১৯৯৪ সালে কোডেক্স লেইসেস্টার বিক্রির আগে নিলামে বিক্রিত সবচেয়ে দামি বই হিসেবে পরিচিত ছিল। জার্মান সরকার ১৯৮৩ সালে লন্ডন থেকে বইটি কিনে নেয়।
৭. দ্য বার্ডস অফ আমেরিকা:
বইটির তিনটি কপি বিশ্বের সপ্তম, অষ্টম ও নবম দামি বই হিসেবে পরিচিত। যেগুলোর মূল্য ১ কোটি ১৫ লাখ ডলার, ৮৮ লাখ ডলার ও ৭৯ লাখ ডলার। ২০১০, ২০০০ ও ২০১২ সালে এ বইয়ের মূল্যবান কপিগুলো বিক্রি হয়। মূলত চিত্রকর্ম হিসেবে সমাদৃত এ বইটির লেখক জন জেমস অডবন।
৮. দ্য ক্যান্টারবারি টেলস:
৭৫ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের অন্যতম দামি বইই নয়, এটি অন্যতম বিখ্যাত বইও বটে। ১৩০০ সালে এ বইটির গল্পগুলো লেখা হয়। ১৯৯৮ সালে এ বইটির প্রথম প্রকাশের কপি বিক্রি হয় ৭৫ লাখ ডলারে।
৯. মি. উইলিয়াম শেক্সপিয়রস কমেডিস, হিস্টোরিস অ্যান্ড ট্রাজেডিস:
৬১ লাখ ডলার মূল্যে ফার্স্ট ফলিও নামে পরিচিত এ বইটি বিক্রি হয়। এতে রয়েছে শেক্সপিয়রের সাহিত্য। এতে অন্তর্ভুক্ত রয়েছে দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ ও হ্যামলেটের মতো বিখ্যাত সাহিত্য।
১০. লেস লিলিয়াসিস
সবচেয়ে মূল্যবান বইয়ের তালিকায় লেস লিলিয়াসিস চলে আসায় অনেকেই অবাক হবেন। ‘র্যাফায়েল অফ ফ্লাওয়ার্স’ নামে পরিচিত এক শিল্পী এতে এঁকেছেন জলরংয়ের ছবিগুলো।









