তিনি তো মহিলা!

শিক্ষক-ছাত্র কৌতুক July 12, 2016 2,355
তিনি তো মহিলা!

শিক্ষক : মদন তুমি কিন্তু খুব বেশি কথা বল।


মদন : স্যার এটা মানে বংশগত।


শিক্ষক : কী বলতে চাও কী? পরিষ্কার করে বল।


মদন : আমার দাদু রাস্তার হকার ছিলেন। আমার বাবা ছিলেন একজন শিক্ষক।


শিক্ষক : আর তোমার মা?


মদন : তিনি তো মহিলা...!