নোবেল কোনো ব্যাপারই না!

মজার সবকিছু July 10, 2016 1,166
নোবেল কোনো ব্যাপারই না!

গুলিস্তানে আবুল হোসেন বেচে জোঁকের তেল


এই জিনিসের সামনে নাকি সকল ওষুধ ফেল!


সারবে বুকের, মাথার অসুখ-এমনকি ক্যান্সারও


আবুল কেন পায় না নোবেল বলতে কি কেউ পারো?


বলতে পারো বাংলাদেশে কাক বেশি, না কবি?


এদের কাছে পাত্তা পাবে গ্রাস, নেরুদা, রবি?


ইংরেজিটা পছন্দ নয় বঙ্গ লেখকদের


নইলে পদক আসত ঠিকই নোবেল সাহিত্যের!


নকল খাবার, নকল পানি, নকল মেডিসিন


নিখুঁতভাবে বানায় যারা তাদের নোবেল দিন!


চাইলে ওরাও আসল জিনিস বানিয়ে দেবে ফ্রিতে


চায় না-নচেৎ আসত নোবেল কবেই কেমিস্ট্রিতে!


পদার্থবিদ কয় কারে আর কত্ত প্রকার কী কী


ধোলাইখালে এলেই তুমি জানতে পাবে ঠিকই!


নোবেল পাওয়ার যোগ্য ওরাই কেউ দেখে না হায়


জীবন কাটে তেল-কালিতে চরম অবজ্ঞায়!


আয় মাসে আট, ব্যয় এগারো-হিসাব কঠিন বড়


মেলায় যারা তাদের খবর তোমরা কি কেউ করো?


অর্থনীতির নোবেলটা পাক বাংলাদেশের লোক


পায় না কারণ দেখছে না তা একচোখাদের চোখ!


বাংলাদেশের রাজনীতিবিদ-এলেম তাঁদের দ্যাখ


কথায়, কাজে দেশকে বানায় মৃত্যুপুরী এক!


এইটা যদি বন্ধ রাখে শান্তি এসে যাবে


শান্তি বাবদ নোবেল পদক ওরাই তখন পাবে!


[সংগ্রহিত]