শিক্ষক : তোমরা আমায় কথা দাও, কখনো সিগারেট খাবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, খাব না।
শিক্ষক : মেয়েদের পিছনে পিছনে ঘুরবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার ঘুরব না।
শিক্ষক : ওদের কখনো ডিস্টার্ব করবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, ডিস্টার্ব করব না।
শিক্ষক : দেশের জন্য জীবন দিয়ে দেবে।
ছাত্ররা : অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবই বা কী!