রমজান ২৯ : আল্লাহর অফুরন্ত রহমত লাভের দোয়া

ইসলামিক শিক্ষা July 5, 2016 3,133
রমজান ২৯ : আল্লাহর অফুরন্ত রহমত লাভের দোয়া

২৯ রমজান ১৪৩৭ হিজরি, মঙ্গলবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির নবম দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর অফুরন্ত রহমত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ : আল্লাহুম্মা গাশ্‌শিনি ফিহি বির রাহমাতি; ওয়ারযুক্বনি ফিহিত তাওফিক্বা ওয়াল ই’সমাতা; ওয়া ত্বাহ্‌হির ক্বালবি মিন গায়াহিবিত তুহমাতি; ইয়া রাহিমান বি-ইবাদিহিল মু’মিনিন।


অর্থ : হে আল্লাহ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গোনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে আমার অন্তরকে মুক্ত কর। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।


পরিশেষে...

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম তাঁর রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।