রমজান ২৮ : সহজে আল্লাহর নৈকট্য লাভের দোয়া!

ইসলামিক শিক্ষা July 4, 2016 1,587
রমজান ২৮ : সহজে আল্লাহর নৈকট্য লাভের দোয়া!

২৮ রমজান ১৪৩৭ হিজরি, সোমবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির অষ্টম দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর নৈকট্য লাভের পথ সহজ হওয়ার একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ :আল্লাহুম্মা ওয়াফ্ফির হাজ্জি ফিহি মিনান নাওয়াফিল; ওয়া আকরিমনি ফিহি বি-ইহদারিল মাসাইল; ওয়া ক্বার্রিব ফিহি ওয়াসিলাতি ইলাইকা মিন বাইনিল ওয়াসাইল; ইয়া মান লা ইয়াশগালুহু ইলহাহুল মুলিহহিন।


অর্থ :হে আল্লাহ! এ দিনে আমাকে নফল ইবাদাতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর।


তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা! যাকে, অনুরোধকারীদের কোনো আবেদন-নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না।


পরিশেষে...

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। ( আমিন )