২৭ রমজান ১৪৩৭ হিজরি, রোববার। জাহান্নামের আগুন থেকে মুক্তির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের সপ্তম দিনে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহি ফাদলা লাইলাতিল ক্বাদরি; ওয়া সায়্যির ওমুরি ফিহি মিনাল ও’সরি ইলাল ইয়ুসরি; ওয়াক্ববাল মাআ’জিরি; ওয়া হুত্ত্বা আ’ন্নিজ জামবি ওয়াল উযরা; ইয়া রাউ’ফান বি-ইবাদিহিস সালিহিন।
অর্থ : হে আল্লাহ! আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের আজকের দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।