অনেকেই আছেন যারা শারীরিকভাবে খুব শক্তিশালী । কিন্তু আপনি যতই শক্তিশালী হোননা কেন কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব অসহায় ।
আজকে যে পরীক্ষাটির কথা আপনাদের জানাব তা থেকেই আমার কথার সত্যতা খুঁজে পাবেন । তাহলে চলূন দেখি - দরকার :
১। নিজের দুই হাত ।
২। একজন সাহায্যকারী।
৩। একটি মুদ্রা ।
কার্যপ্রণালী :
১। প্রথমে আপনার হাতের তালুর উপর তালূ রেখে দুই হাত একসাথে লাগান এবং আঙ্গুলগুলো চিত্রের ন্যায় ভাঁজ করুন এবং অনামিকা আঙ্গুলদ্বয়কে একে অপরের মুখোমুখি স্পর্শ করে সোজা করে রাখুন । প্রয়োজনে সাহয্যকারীর সাহায্য নিন।
২। এবার একটি মুদ্রা সাহায্যকারীর মাধ্যমে আপনার দুই অনামিকা আঙ্গুলের মাঝে বসান । নিচের চিত্র দেখুন -
এখন আপনি আঙ্গুল দুটিকে স্লাইডিং না করে মুদ্রাটি ফেলে দিন । কি পারছেন কি ? না আপনি যতই শক্তশালী হোননা কেন আপনি তা করতে পারবেননা ।
কেন এমন হয় : আমাদের মানবদেহ হল সুশৃঙ্খলভাবে সজ্জিত এবং জটিল এক যন্ত্রবিশেষ। কিন্তু এটি একক কোন যন্ত্র নয় । এটি বিভিন্ন অংশ নিয়ে গঠিত এবং অনেকগুলো পার্টস একসাথে কাজ করে । যখন দুই হাত আঙ্গুলের মাধ্যমে এরকম পজিশনে নিয়ে আসি তখন দেহের কিছু পার্টস কাজ করেনা । এই পরীক্ষায় যখন দুই হাতকে আঙ্গুলের মাধ্যমে আঁকড়ার মত করে একসাথে রাখা হয় তখন টেন্ডনগুলো (যা পেশীকে হাড়ের সাথে যুক্ত রাখে) খুব জোরে আঙ্গুলকে টেনে রাখে ফলে আঙ্গুল দুটাকে বাইরের দিকে মুভ করানো যায়না । আর এটা হচ্ছে মানবদেহের একটি সীমাবদ্ধতা ।