জানেন, কে কখনও ঘুমোয় না?

জানা অজানা July 1, 2016 1,975
জানেন, কে কখনও ঘুমোয় না?

ঘুমোতে কে না ভালোবাসে? আমরা কম বেশি সবাই ঘুমাতে পছন্দ করি। কেউ বেশি ঘুমোই, কেউ বা কম। কেউ তো আবার সুযোগ পেলেই ঘুমিয়ে নেন। যেমন গাড়িতে, কাজের ফাঁকে সুযোগ পেলেই অনেকে ঘুমিয় নেন।


তবে পৃথিবীতে এমন একটি প্রাণী আছে, যে কিনা কখনোই ঘুমোয় না। জানেন, সে প্রাণীর খবর? যে কিনা সব কাজই করে চোখ খুলে!


জিরাফ খুব অল্প সময় ঘুমোয়। জিরাফ তাও সারাদিনে ১৯ মিনিট হলেও একটু ঘুমিয়ে নেয়। কিন্তু, পিঁপড়ে চোখ বন্ধ করে তাদের খাবার খায়।


কারণ, একমাত্র পিঁপড়েই কখনও ঘুমোয় না। বুঝুন, কী বাঁচা গিয়েছে। পিঁপড়ে হলে, আমাদের আর প্রিয় ঘুম বলে কিছু থাকতো না!