ইসলামিক দিকনির্দেশনামূলক মোবাইল অ্যাপস 'ইসলামিক কথা'

এপস রিভিউ July 1, 2016 1,341
ইসলামিক দিকনির্দেশনামূলক মোবাইল অ্যাপস 'ইসলামিক কথা'

লাইভ টেকনোলজিস লিমিটেড প্রস্তুত করেছে এক অনন্য ইসলামিক অ্যাপস, যাতে একাধারে নামায টাইমিং থেকে শুরু করে ইসলামিক লাইফ স্টাইল এর জন্য দরকারি সব কিছুই আছে, অ্যাপসটির নাম "ইসলামিক কথা", যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং একদম ফ্রী!


এতে আছে, নামায ও আযান টাইমিং ও অ্যালার্ম, সেহরী-ইফতারের সময়, কিবলা (কাবা শারীফ) নির্দেশক যা অতি জরুরি কারন অচেনা কোথাও গেলে কিবলা কোন দিকে তা জানা কঠিন হয়ে যায়, এতে আছে মসজিদের অবস্থান পর্যবেক্ষণ জিপিএস ভিত্তিক গুগল ম্যাপ, যা আপনাকে দেখিয়ে দিবে আশেপাশে কোথায় কোথায় মসজিদ আছে, বিভিন্ন দোয়া, বিষয়ভিত্তিক হাদিস ও ইসলামিক তথ্য, কালেমা বাংলা অর্থ সহ, ধাপে ধাপে নামায শিক্ষা বাংলা অর্থ সহ, আরবি ইসলামিক ক্যালেন্ডার, আল্লাহর ৯৯ নাম ও অর্থ, যাকাতের হিসাব ও তথ্য, ইসলামিক ভিডিও আরও অনেক কিছু।


অ্যাপসটির অপশন থেকে আযান টাইমিং পরিবরতন ও সাইলেন্ট করা যায়, জিলা ভিত্তিক অবস্থান পরিবর্তন করা যায়।


"ইসলামিক কথা" ডাউনলোড করতে গুগল প্লে স্টোর এ Islamic Kotha লিখে সার্চ করুন।


এই অ্যাপসটির ২ টি ভার্সন আছে, ফুল ভার্সন, আরেকটি লাইট ভার্সন, যাতে কিছু কম ফিচার আছে কিন্তু ডাউনলোড করতে কম ডাটা খরচ হবে।