শরীরের অজানা ১১ তথ্য

জানা অজানা June 30, 2016 2,274
শরীরের অজানা ১১ তথ্য

আমাদের শরীর মূলত একটি সদা পরিবর্তনশীল জৈবিক কাঠামো।


যেখানে আমাদের শরীরের ভেতরে সব সময় অবিশ্বাস্যরকম দারুন জিনিস ঘটছে, সেখানে শরীরের পুরো সমীকরণের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য পাশাপাশি কিছু বিরক্তিকর ঘটনাও ঘটছে।


বাজি ধরে বলা যায়, আপনি সম্ভবত সেসব বিষয়ে মোটেও অবগত নন। শরীরের ভেতর ঘটা কিছু বিরক্তিকর ঘটনাকেই এ প্রতিবেদনে তুলে ধরছি।


আমাদের চোখের পাতায় বাস করছে অতি ক্ষুদ্র পরজীবী কিটবিশেষ। এই অতি ক্ষুদ্র পরজীবী কিটবিশেষ খাওয়া, ঘুমসহ সবকিছুই এখানে করে থাকে। এরা আপনার চক্ষুগোলক থেকে মাত্র মিলিমিটার দূরে।


আমাদের শরীর এক দিনে দুই থেকে চার পাইট লালা উৎপন্ন করছে। এই লালাই মূলত আমাদের মুখ পরিষ্কার, সুস্থ এবং ব্যাকটেরিয়া-মুক্ত রাখে।


শরীর থেকে এক ঘণ্টায় ৬,০০,০০০ মৃত কোষ ঝড়ে পড়ে। যা বছরে ০.৭ কেজি। আপনি জেনে অবাক হবেন যে, আপনার বিছানার নিচে জমা পড়া ধুলোর অধিকাংশ আসলে আপনার নিজের ত্বকের মৃত অংশ।


পুরুষের তুলনায় নারীর বায়ু ছাড়ায় অধিক হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়।


সতেজ প্রস্রাব পানির চেয়েও বেশি পরিস্কার হয়। সতেজ প্রস্রাব আপনার থুতু বা এমনকি আপনার মুখের চামড়ার চাইতেও পরিস্কার।


এক দিনে গড়ে প্রায় আমরা ১.১৪ কেজি শ্লেষ্মা গিলে ফেলি।


আমাদের শরীরের কোষগুলোর মাত্র ১০ শতাংশ মানুষ্য, অবশিষ্ট সবই ব্যাকটেরিয়া। তার মানে আমরা মাত্র ১০% মানুষ?


একজন ফাস্ট ফুড ভক্ষণকারী গড়ে প্রতি বছর ১২ পিউবিক লুকানো চুল ফাস্ট ফুডের সঙ্গে খেয়ে থাকেন।


যাদের কানে ভিজা খইল থাকে তাদের শরীর থেকে অস্বস্তিকর গন্ধ বেশি বের হয়।


মানুষের মুখের ত্বকে যে পরিমাণ জীবাণু থাকে, তা টয়লেট পেপারের দশ স্তর পর্যন্ত ভেদ করতে পারে।


আমাদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একদিনের জন্যও অকার্যকর হয়ে যায়, তাহলে আমাদের শরীরে জমে থাকা ব্যাকটেরিয়া আমাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে নিঃশেষ করে ফেলতে পারে।