কার চোখে ঈদ কী

মজার সবকিছু June 28, 2016 1,530
কার চোখে ঈদ কী

খবর নিলাম কী দৃষ্টিতে


দেখেন কারা ঈদকে


সবার আগে প্রশ্ন করি


অর্থনীতিবিদকে।



বলেন, এ ঈদ সবল করে


অর্থনীতির হাতকে


সেটাই আবার চাঙ্গা করে


অন্য সকল খাতকে!



রাজনীতিবিদ বলেন হেসে,


ঈদ আমাদের জন্যে


যেমন সুফল আনছে সেটা


পাচ্ছে কি আর অন্যে?



কেমনে গলা কাটব লোকের


ঈদ যদি না আসত?


ব্যবসায়ী কন, এটাই আমার


বরকতেরই মাস তো!



সরকারি লোক অব দ্য রেকর্ড


দিচ্ছে একই তথ্য


উপরি আয়ের জোয়ার ঈদে—


প্রতিষ্ঠিত সত্য!



ঢাকাই ছবির রুগ্ণ দেহে


ঈদ জোগাবে রক্ত


নির্মাতা কন, ঈদ ছাড়া তাই


বেঁচে থাকাই শক্ত!



প্যাকেজ নাটক বানায় যে জন


এবং করে রোল যে


ঈদ-সিজনে হাসছে তারা


ফুটছে মুখে বোল যে!



পত্রিকাতে ঈদের সময়


বাড়তি বোঝা চাপছে


কাগজগুলো সগৌরবে


ঈদ ম্যাগাজিন ছাপছে!



পকেটমার আর হাইজ্যাকারের


ঈদের দিকেই দৃষ্টি


কেউ ভিড়ে, কেউ নির্জনতায়


সুযোগ করে সৃষ্টি!



কম বয়সীর ঈদের খুশি


সেলফিমূলক পোস্টে


ভোজনরসিক ঈদ খুঁজে পায়


পোলাও এবং রোস্টে!



রম্য লেখক ভাবছে কোথায়


পায় সে নতুন ফান যে


পাঠক যদি একটু হাসেন


তবেই বাঁচে মান যে!