সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়মিত নতুন সব ফিচার যুক্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার আনা হয়েছে। বন্ধু তালিকার কেউ কিংবা কোনো পেইজ লাইক দেওয়া থাকলে সেখানে ভিডিও স্ট্রিমিং চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশন আকারে তা জানানো হয়।
ঘন ঘন এ নোটিফিকেশনের বিষয়টি অনেকের কাছে বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। তবে চাইলে এটি বন্ধ করা যায়।
কিভাবে লাইভ ভিডিওয়ের নোটিফিকেশন বন্ধ করতে হবে তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।
এ জন্য ডেস্কটপ থেকে ফেইসবুকে লগইন করতে হবে। কেননা স্মার্টফোন সংস্করণে এ নোটিফিকেশন বন্ধের সুবিধাটি পাওয়া যাবে না।
লগইনের পর ফেইসবুকের ডান পাশের মেন্যুতে ক্লিক করে সেটিংসে যেতে হবে।
তারপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে থেকে বাম পাশে থাকা নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর ডান পাশ থেকে ‘On Facebook’-এর ‘edit’ অপশনে ক্লিক করতে হবে।
তাহলে ফেইসবুকে নানা নোটিফিকেশনের একটি তালিকা দেখাবে। এ তালিকার নিচের দিকে ‘live videos’ অপশনটির পাশে ON লেখা থাকবে ডিফল্টভাবে।
ফলে যে কোনো লাইভ ভিডিও নোটিফিকেশন আকারে দেখায়। এটি বন্ধ করতে ON লেখার উপর মাউস ক্লিক করলে ‘All Off’ অপশন দেখাবে। এরপর তা সিলেক্ট করে দিতে হবে।
তাহলেই রক্ষা পাওয়া যাবে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের নোটিফিকেশনের ঝামেলা থাকে।