রবি-এয়ারটেল একীভূতকরণ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত!

BTRC News June 25, 2016 1,342
রবি-এয়ারটেল একীভূতকরণ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত!

রবি-এয়াটেল একীভূতকরণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দিল দুই অপারেটরের মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ এবং ভারতীয় এয়ারটেল।


এর আগে কয়েকবার হাই কোর্ট সময় বাড়িয়ে দিয়েছে সরকারের রিপোর্ট তৈরি হয়নি বলে। আর এবার নিজেরাই ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে নিল এয়ারটেল আর রবির মূল কোম্পানি।


শুক্রবার ভারতের কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসে।


ভারতীয় এয়ারটেল তাদের রেগুলেটরকে জানিয়েছে, নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এয়ারটেল এবং আজিয়াটা বাংলাদেশে তাদের ব্যবসাকে একীভূত করার সময় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে নিয়েছে।


এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর বিটিআরসিতে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণের জন্য আবেদন করে রবি এবং এয়ারটেল। তবে দুই অপারেটরের মূল কোম্পানি এ বিষয়ে অানুষ্ঠানিক চুক্তি করে ২৮ জানুয়ারিতে।


আর কোম্পানির একীভূতকরণ এবং স্পেকট্রাম একীভূতকরণ করতে বিটিআরসি সব মিলে ৭৭০ কোটি টাকা ফি নির্ধারণ করে। এতে কয়েকবার সরকারের সিদ্ধান্ত পিছিয়ে যায়। আর সে কারণেই বেশী সময় লাগছে এবং কোর্টও সরকারকে বারবার সময় বাড়িয়ে দিচ্ছে।


তবে সংশ্লিষ্টরা বলছেন, এখন নিজেরাই সময় বাড়ানোর কারণে বাংলাদেশে দুই কোম্পানির একীভূতিকরণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।