অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়া যাবে কি?

ইসলামিক শিক্ষা June 23, 2016 1,751
অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়া যাবে কি?

রমযানে এক এলাকার মসজিদে একজন অপ্রাপ্ত বয়স্ক হাফেয তারাবীর নামাজ পড়িয়েছে। সে এলাকার মসজিদের ইমাম সাহেব মাসআলা বলেছেন, নাবালেগের পিছনে তারাবীর নামাজ পড়া জায়েয আছে।


ইমাম সাহেবের এই মাসালার কোনো যুক্তি

নেই। সুতরাং তার এই কথা ঠিক নয়। তারাবীর নামাজেও নাবালেগের ইমামতি সহীহ নয়। উমর বিন আবদুল আযীয ও আতা রাহ. বলেন, নাবালেগ ছেলে যেন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইমামতি না করে। ফরয নামাজেও নয়, অন্য নামাজেও নয়।


[মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৩৫২৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৫; আলবাহরুর রায়েক ১/৩৫৯; রদ্দুল মুহতার ১/৫৭৭]


গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান