বিশ্বের সেরা দীর্ঘ আকৃতির গাড়িগুলোর মধ্যে লিুমজিন গাড়ি অন্যতম। এই গাড়িগুলোতে সিট পরিসর বেশি থাকে এবং গাড়ির দৈর্ঘ্য সাধারণ গাড়ির দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়।
চলতি পথে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সারতে এ গাড়ির বিকল্প নেই।
বিলাসবহুল এই গাড়িতে দেয়া হবে জলে ও স্থলে চালানোর সর্বোচ্চ সুবিধা। তবে দুশ্চিন্তার কারণ নেই। উভচর গাড়ি বলে লিমুজিন দেখতে আগের চেয়ে কুৎসিত হবে এমন চিন্তার কোনো কারণ নেই। গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে জলে বা স্থলে যেখানেই চলুক না কেন এই গাড়ি দেখে আপনি প্রশংসা করতে কুন্ঠাবোধ করবেন না।
শুধু তাই নয় রাস্তাপথে চলতে চলতেই কি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিটিং শেষ হয়ে যাবে? সামনে পানি বলে কি তারা গাড়ি ঘুরিয়ে আবার পেছনে চলা শুরু করবে?
এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভবিষ্যত বাহন হিসেবে উভচর গাড়ি আনার পরিকল্পনা গ্রহণ করেছে।