১৬ রমজান : বেহেশত লাভের দোয়া

ইসলামিক শিক্ষা June 22, 2016 1,263
১৬ রমজান : বেহেশত লাভের দোয়া

আজ ১৬ রমজান। ক্ষমা লাভের ষষ্ঠ দিন আজ। এ দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। ক্ষমার দশকে সৎকর্মশীলদের সহচর্য লাভে এবং মন্দ লোকদের বন্ধুত্ব থেকে মুক্ত থেকে মাওলার রহমতের বেহেশতে স্থান লাভের একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ : আল্লাহুম্মা ওয়াফফিক্বনি ফিহি লি-মুয়াফাক্বাতিল আবরার; ওয়া ঝান্নিবনি ফিহি মুরাফাক্বাতিল আশরার; ওয়া আওইন্নি ফিহি বি-রাহমাতিকা ইলা দারিল ক্বারার; বি-ইলাহিয়্যাতিকা ইয়া ইলাহাল আ’লামিন।


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার প্রভুত্বের (জাতের) শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।


পরিশেষে...

আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে সৎলোকের সংস্পর্শে থেকে এবং অসৎ লোকের বন্ধুত্ব ত্যাগ করে মাওলার রহমতের বেহেশত মুমিন বান্দার স্থান কবুল করুন। আমিন।