দুনিয়াটাই পাল্টে যাচ্ছে স্মার্ট ডিভাইস ও গ্যাজেট এর কল্যাণে। সেই ধারাবাহিকতায় এবার আসছে স্মার্ট বাইক।
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বাজারে আনতে যাচ্ছে এই বাইক।
২৩ জুন চীনের স্থানীয় সময় দুপুর ২টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্মার্ট বাইক উন্মোচন করা হবে। যার নাম হতে পারে ‘জিওমি এমআই স্মার্ট বাইক’।
এ উপলক্ষে কোম্পানিটি দুটি টিজার প্রকাশ করেছে। প্রথমটি টিজারটিতে একটি বাইকের টায়ারের আংশিক দেখা যাচ্ছে। সেখানে একটি লাল লাইটও রয়েছে, যা বাইকের পিছনের হওয়ার সম্ভাবনাই বেশি।
দ্বিতীয় টিজারটিতে বাইকের হ্যান্ডেলের মাঝে কম্পিউটার ইন্টিগ্রেডেড ডিসপ্লে দেখা যাচ্ছে। যেটি স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যাবে। এছাড়া গতি, দূরত্ব ও ব্যাটারির পরিমাণ দেখাবে ডিসপ্লেতে।